Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসাভী’র ১৬তম বর্ষপূর্তিতে তারারমেলা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

স্বনামখ্যাত ফ্যাশন হাউজ ভাসাভি’র ১৬ বছর পূর্তি উৎসবে জমে ছিলো তারারমেলা। এমনিতেই ভাসাবী’র গ্রাহকদের একটা বড় অংশ দেশের সেলিব্রেটিরাা। তাই ফুল হাতে শুভেচ্ছা আর অভিনন্দন জানাতে গত শনিবার ইফতারের পর একে একে ভাসাভী’র গুলশান -১ শোরুমে আসতে থাকেন মিডিয়া সংশ্লিষ্টসহ রাজীনিতিক এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। কেক কেটে ১৬ মত বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নিপুন আখতার, শুভ্রদেব, আঁখি আলমগীর, ইমন, নীরব, সাইমন, কেয়া, ধ্রুবগুহ, ফারহানা নিশো, নদীসহ আরো অনেকে। ভাসাভী’র ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা নিজেও একজন সংস্কৃতিমনা মানুষ। দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের অন্যতম পথিকৃত। ২০০০ সালে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশে প্রথমবার সালমান খান, রাবিনা ট্যান্ডন, আমিশা প্যাটেল, আরবাজ খান, মমতা কুলকার্নিসহ একঝাঁক মুম্বাইস্টার এবং বাংলাদেশি ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে সে সময় মিডিয়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। পরে বিভিন্ন সময়ে বাংলাদেশি শিল্পী-কুশলীদের নিয়ে বিদেশেও অনেক ইভেন্ট আয়োজন করেন। ফলে মিডিয়া সংশ্লিষ্টদের কাছে তার গ্রহণযোগ্যতা ব্যাপক। কামাল জামান মোল্লা বলেন, ভাসাভী সব সময় তার গ্রাহকদের কথা বিবেচনা করে পোশাকের সমারোহ করে আসছে। ফলে সাফল্যের সঙ্গেই এগিয়েছে সবসময়। আগামীত্ওে এই ধারা অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাসাভী’র ১৬তম বর্ষপূর্তিতে তারারমেলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ