Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনাদের পর্যটক ভিসা স্থগিত করল ভারত : আইএটিএ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

চীনের নাগরিকদের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত। গেøাবাল এয়ারলাইন্স সংস্থা আইএটিএ-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গেøাবাল এয়ারলাইন্স সংস্থা আইএটিএ বলছে, ‘ভারতে চীনের নাগরিকদের ইস্যু করা ট্যুরিস্ট ভিসা আর বৈধ নয়।’ চীনা পর্যটকদের ভারতে আসতে না দেওয়ার সিদ্ধান্তটি মূলত ভারতরে ২০ হাজার শিক্ষার্থীকে চীনে প্রবেশ করতে না দেওয়ার প্রেক্ষিতে এসেছে বলে জানায় টিআইএ। তবে ভারতের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা বলছেন, ভারত এখনও চীনা নাগরিকদের ব্যবসা, কর্মসংস্থান, ক‚টনৈতিক এবং অফিসিয়াল ভিসা দিচ্ছে। আইএটিএ জানায়, গত ১৯ এপ্রিল ভারত সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চীনের নাগরিকরা ই-ট্যুরিস্ট ভিসায় ভারতে ভ্রমণ করতে পারে না। ভারত গত মাসের শেষের দিকে ১৫৬টি দেশের জন্য ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু করেছে। টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ