Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাদের দিল্লি থেকে উৎখাত চান আদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

দিল্লির দক্ষিণ ও পূর্বাংশ থেকে কথিত ‘বাংলাদেশি’, রোহিঙ্গা ও সমাজ বিরোধীদের উৎখাতের আহŸান জানিয়েছেন দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত। এ বিষয়ে তিনি দক্ষিণ ও পূর্ব দিল্লি বিষয়ক মেয়রদের কাছে চিঠি লিখেছেন। বলেছেন, জাহাঙ্গীরপুরি এলকায় যেভাবে অভিযান চালানো হয়েছে, একই রকম অভিযান চালিয়ে ‘বাংলাদেশি’, রোহিঙ্গা এবং সমাজবিরোধীদের দখলে থাকা সরকারি জমি মুক্ত করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ওয়্যার। এতে বলা হয়, দিল্লিতে সংবাদ সম্মেলনে বিজেপি দিল্লি ইউনিটের প্রধান আদেশ গুপ্ত এ বিষয়ে কথা বলেন। এ সময় তিনি আম আদমি পার্টির (এএপি) কড়া সমালোচনা করেন। তাদেরকে একটি ‘দাঙ্গাবাজ পার্টি’ হিসেবে উল্লেখ করেন তিনি। অভিযোগ করেন আম আদমি পার্টির বিধায়করা এবং কাউন্সিলররা সেখানে বেআইনিভাবে বসবাসকারী রোহিঙ্গা এবং ‘বাংলাদেশিদের’ রেশন কার্ড ও ভোটার আইডি পেতে সহায়তা করেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, আদেশ গুপ্তর চিঠির পর জাহাঙ্গীরপুরিতে দখলমুক্তির অভিযান পরিচালনা করে নর্থ দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন। হনুমান জয়ন্তীর র‌্যালির সময় সেখানে যে সহিংসতা দেখা দেয়, তার প্রেক্ষিতেই দ্রæত এসব ঘটনা ঘটতে থাকে। তবে সুপ্রিম কোর্টের এক আদেশে ওই উদ্ধার অভিযান স্থগিত রয়েছে। দ্য ওয়্যার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ