মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লির দক্ষিণ ও পূর্বাংশ থেকে কথিত ‘বাংলাদেশি’, রোহিঙ্গা ও সমাজ বিরোধীদের উৎখাতের আহŸান জানিয়েছেন দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত। এ বিষয়ে তিনি দক্ষিণ ও পূর্ব দিল্লি বিষয়ক মেয়রদের কাছে চিঠি লিখেছেন। বলেছেন, জাহাঙ্গীরপুরি এলকায় যেভাবে অভিযান চালানো হয়েছে, একই রকম অভিযান চালিয়ে ‘বাংলাদেশি’, রোহিঙ্গা এবং সমাজবিরোধীদের দখলে থাকা সরকারি জমি মুক্ত করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ওয়্যার। এতে বলা হয়, দিল্লিতে সংবাদ সম্মেলনে বিজেপি দিল্লি ইউনিটের প্রধান আদেশ গুপ্ত এ বিষয়ে কথা বলেন। এ সময় তিনি আম আদমি পার্টির (এএপি) কড়া সমালোচনা করেন। তাদেরকে একটি ‘দাঙ্গাবাজ পার্টি’ হিসেবে উল্লেখ করেন তিনি। অভিযোগ করেন আম আদমি পার্টির বিধায়করা এবং কাউন্সিলররা সেখানে বেআইনিভাবে বসবাসকারী রোহিঙ্গা এবং ‘বাংলাদেশিদের’ রেশন কার্ড ও ভোটার আইডি পেতে সহায়তা করেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, আদেশ গুপ্তর চিঠির পর জাহাঙ্গীরপুরিতে দখলমুক্তির অভিযান পরিচালনা করে নর্থ দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন। হনুমান জয়ন্তীর র্যালির সময় সেখানে যে সহিংসতা দেখা দেয়, তার প্রেক্ষিতেই দ্রæত এসব ঘটনা ঘটতে থাকে। তবে সুপ্রিম কোর্টের এক আদেশে ওই উদ্ধার অভিযান স্থগিত রয়েছে। দ্য ওয়্যার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।