Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলেকট্রিক বাইকের ব্যাটারি বিস্ফোরণে মালিকের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

ভারতের অন্ধ্রপ্রদেশে নতুন কেনা ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যাটারি বিস্ফোরণে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী-সন্তানও। শনিবার ভোরে বিজয়ওয়াড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার তিন দিন আগে প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানার নিজামাবাদে একইভাবে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি বিস্ফোরণে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান। স¤প্রতি মহারাষ্ট্র ও তামিল নাড়ুতেও একই ধরনের ঘটনা ঘটে। পুলিশ ইন্সপেক্টর ভি জানকি রামাইয়া জানান, গত শুক্রবারেই ইলেকট্রিক মোটরসাইকেলটি কেনেন চাকরিজীবী কে শিভা কুমার। এরপর তিনি তার বেডরুমেই ব্যাটারি খুলে চার্জে লাগিয়ে দেন। যখন সবাই তারা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সে সময় ব্যাটারিটি বিস্ফোরিত হয়। এতেই ঘটে বিপজ্জনক ঘটনা। বিস্ফোরণে পুড়ে গেছে অন্যান্য আসবাপত্র। স্থানীয়রা শব্দ শুনতে পেয়ে দ্রæত ছুটে যান এবং তাদের উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান শিভা কুমার। তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসকদের ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। তবে আসলে বিস্ফোরণটি ঘটেছে কিভাবে তা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনার কারণে ইলেকট্রিক যানবাহনে সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে ভারতে। যদিও দেশটির নীতিনির্ধারকরা বলছেন, এ ক্ষেত্রে কোম্পানিগুলোর উদাসীনতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ