Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

বাতিল হচ্ছে
বহু দশক ধরে আমেরিকার ফ্লোরিডা প্রদেশের অরল্যান্ডোয় বিশেষ প্রাদেশিক সরকারের মর্যাদা পেয়ে এসেছে বিনোদন সংস্থা ডিজনি। স¤প্রতি ফ্লোরিডার প্রশাসনের সঙ্গে দ্ব›েদ্ব জড়ায় বিনোদন সংস্থাটি। এর পরে ডিজনির সেই বিশেষ ক্ষমতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস। গত মার্চে শিশুদের পাঠ্যক্রম থেকে যৌন রুচি সংক্রান্ত একটি অধ্যায় বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় ফ্লোরিডা সরকার। ডিজনি ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। সেই সময়েই সংস্থাটির বিরুদ্ধে অনেকে কথা বলতে শুরু করেন। ডিজনির সিইও বব চ্যাপেক জানান, এ ভাবে সমালোচনা চললে তারা ফ্লোরিডা প্রদেশের রাজনীতিকদের অনুদান দেওয়া বন্ধ করে দেবেন। এপি।


আগুনে আত্মাহুতি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের কাছে মার্কিন সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মাহুতি দিয়েছেন। ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ওয়েন ব্রুস (৫০) নামে এক ব্যক্তি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। নিহত ব্যক্তির বাড়ি কলোরাডো অঙ্গরাজ্যে। পুলিশ দ্রæত তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন সেখানেই তিনি মারা যান। তবে কী কারণে ওই ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন তা জানা যায়নি। ইয়াহু নিউজ।


নৌকা ডুবে
অবৈধভাবে ভ‚মধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার সময় চারটি অভিবাসনপ্রত্যাশী নৌকা তিউনিসিয়া উপক‚লের কাছে ডুবে গেছে। এতে অন্তত ১২ জন অভিবাসীপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন ১০ জন। তিউনিসিয়ার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি জানান, শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে চারটি নৌকা স্ফ্যাক্সের উপক‚লের কাছে ডুবে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ৯৮ জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করে। এর আগে চলতি সপ্তাহে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপক‚লীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রয়টার্স।


আগে তুরস্কে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের যাওয়ার আগে তুরস্ক সফর করবেন। জাতিসংঘের বিবৃতি অনুযায়ী, আন্তোনিও গুতেরেস আজ সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারা যাবেন। সেখানে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে দেখা করবেন। তুরস্ক থেকে জাতিসংঘের মহাসচিব মঙ্গলবার মস্কো যাবেন। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। এরপর জাতিসংঘের মহাসচিব রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে ‘ওয়ার্কিং লাঞ্চ’ (মধ্যাহ্নভোজ) করবেন। এরপর কিয়েভে যাবেন জাতিসংঘের মহাসচিব। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন। রয়টার্স।


সীমান্তে ইস্কান্দার
ইউক্রেনের সীমান্তবর্তী এলাকার ৬০ কিলোমিটারের মধ্যে ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী যন্ত্র বসিয়ে রাশিয়া। রবিবার এই দাবি করেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বাহিনীটি জানিয়েছে, ‘অদল-বদল করে বেলগোরোদ এলাকায় শত্রæরা তাদের সেনা সংখ্যা বাড়ানোয় মনোযোগ দিয়েছে।’ বাহিনীটি আরও জানিয়েছে, ‘তথ্য বলছে ইস্কান্দার-এম লঞ্চার ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার এলাকার মধ্যে মোতায়েন করা হয়েছে।’ তবে রাশিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। বেলগোরোদ ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ান অঞ্চল। ইস্কান্দার এক ধরনের চলমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটা ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রয়টার্স।


হাঙরের ধাক্কা
ক্যালিফোর্নিয়া সুর উপক‚লীয় শহর লা পাজের কাছে একটি ছোট মেক্সিকান পর্যটকবাহী নৌকায় হাঙরের ধাক্কায় ছয়জন আহত হয়েছেন। ওই রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা অফিস একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে, একটি খোলা নৌকা, যার শামিয়ানা আছে, পানিতে ভাসমান অবস্থায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে থাকা তিনজন শিশু হালকা আঘাত পেয়েছে। তবে শুক্রবার ঘটে যাওয়া ওই দুর্ঘটনার পরে দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নৌবাহিনীর কর্মীরা জাহাজটিতে থাকা অন্য একজনকে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে নিয়ে গেছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ