Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএসজি সমর্থকদের পথ মাপতে বললেন নেইমার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ৬:১৭ পিএম

এবারের মৌসুমে সেরা চারটি প্রতিযোগিতার মধ্যে তিনটিতেই বাদ পড়েছে পিএসজি। ফলে সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে দলের সেরা তারকা লিওনেল মেসি সহ নেইমারকেও। মাঠে শুনতে হয়েছে দুয়ো। এতোদিন চুপ থাকলেও এবার সমর্থকদের জবাব দিলেন নেইমার।

শনিবার লিগ ওয়ানের ম্যাচ চলাকালীন পিএসজি সমর্থকদের কাছে নেইমার একটি বার্তা পাঠিয়েছেন। এই উইঙ্গার সমালোচকদের বলেছেন, তিনি খুব দ্রুতই ক্লাব ত্যাগ করবেন না। এবার যেন সমর্থকরা নিজেদের পথ মাপে।

৯ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিধ্বস্ত হওয়ার পর থেকেই পিএসজি খেলোয়াড়রা ঘরের মাঠে ঠাট্টা-বিদ্রুপের শিকার হচ্ছেন সমর্থকদের উদ্দেশ্য করে নেইমার আরও বলেন, ‘প্যারিস সেন্ট-জার্মেইনের সাথে আমার এখনও চুক্তি রয়েছে, যা লিগ ওয়ান শিরোপা জয়ের জন্য যথেষ্ট ভালো ছিল। আমি এখানে আরও তিন বছরের জন্য আছি। তাই দুয়ো বন্ধ করুন, নিজেদের পথ মাপুন।’

দুয়ো রেখে ভক্তদের শিরোপা জয় শামিল হতে বলছেন কিলিয়ান এমবাপেও। তিনি বলেন, ‘কেউ আমাদের আনন্দ নষ্ট করবেন না। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। একটি বিশৃঙ্খল মৌসুম সত্ত্বেও পিএসজি লিগ ওয়ান জিতেছে। গত বছর যা অর্জন করতে ব্যর্থ হয়েছিল তা করতে পেরেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ