গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের পর ফের নজর কেড়েছে হেলমেটধারীদের তাণ্ডব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, ইটপাটকেল ছোড়া, ককটেল বিস্ফোরণের পাশাপাশি রামদা, হকিস্টিক, লাঠি-রড নিয়ে হেলমেট পরে বেপরোয়া মারধর করলো কারা?, কী তাদের পরিচয়?
এরআগে নিরাপদ সড়ক আন্দোলন ও বায়তুল মোকাররমে মুসল্লিদের সাথে আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের সংঘর্ষের সময় এই হেলমেটধারীদের তাণ্ডব নিয়ে তোলপাড় উঠেছিল। কিন্তু আজও তাদের পরিচয় জানা যায়নি।তাই আবারও তাণ্ডবের ছবি-ভিডিও শেয়ার করে তাদের পরিচয় জানতে চেয়ে পোস্ট দিয়েছেন নেটিজেনরা।
সর্বশেষ টানা দুইদিন দফায় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ জন সাংবাদিকসহ আহত হন শতাধিক লোক। দফায় দফায় টানা দুইদিন চলা এ সংঘর্ষে ওই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষের সময় রামদা, হকিস্টিক, লাঠি-রড নিয়ে হেলমেট পরে বেপরোয়া মারধর করার দৃশ্য ভাইরাল হয় ফেসবুকে।
সালমুন সাদি নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘ইতিপূর্বে আমরা অনেক জায়গায় দেখেছি এ বাহিনীর লোকজন যারা সরকার বিরোধী যে কোন আন্দোলনসহ কোটা বাতিল আন্দোলন সব সময়ে এদের দেখা গেলেও এদের পরিচয় ধোঁয়াশা মধ্যে রাখা হয়েছে। জাতি জানতে চায় এদের দলিয় পরিচয়।’’
ফিরোজ আহমেদ লিখেছেন, ‘‘হেলমেটবাহিনী তো গেল নির্বাচন থেকে তান্ডব চালাচ্ছে পুলিশকে সাথে নিয়ে। প্রায় সব জায়গায় এই ..বাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছে। আর আজকে বলতেছেন পুলিশ খুঁজছে হেলমেট বাহিনীকে?? কি তামাশা!’’
আব্দুল কাদের লিখেছেন, ‘‘হতাশ হবার কোনো কারণ নেই। পুলিশ পারে না এমন কিছু নেই, ইচ্ছে করলে প্রত্যেকটা হেলমেটধারীকে আইনের আওতায় আনতে পারে।যদি তাদের দমন করা না হয়, দেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে মানুষ পুলিশকেই দায়ী করবে।’’
এসকে তরিকুল ইসলাম লিখেছেন, ‘‘এর আগেও সাধারণ ছাত্রদের সড়ক আন্দোলনের সময় হেলমেটধারীরা সাধারণ ছাত্রদের উপর হামলা করলে তখনও এই পুলিশ আজও পর্যন্ত তাদের খুঁজে পাইনি।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।