Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের বসুন্ধরার সামনে স্বাধীনতা

বিপিএলের দ্বিতীয় লেগ শুরু রোববার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ৮:৪৪ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগ শুরু হচ্ছে রোববার থেকে। শুরুর দিনেই ফের লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে পড়ছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। রাজশাহীর শহীদ স্মৃতি স্টেডিয়ামে কিংসদের আতিথিয়েতা দেবে স্বাধীনতা। যাদের বিপক্ষে হার দিয়ে এবারের লিগ শুরু করেছিল কিংসরা। প্রথম লেগে হারের ক্ষত সারিয়ে এবার বেশ সাবধানী বসুন্ধরা কিংস। এদিন আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারার প্রতিপক্ষ শেখ জামাল ধানম-ি ক্লাব।

ঈদুল ফিতরের আগে দ্বিতীয় লেগের চার রাউন্ডের খেলা হবে। ঈদের পাঁচদিনের বিরতি শেষে ৭ মে থেকে ফের মাঠে গড়াবে বিপিএল। চলবে ১৩ মে পর্যন্ত। এরপর এএফসি কাপ ও জাতীয় দলের এশিয়া কাপ বাছাইয়ের জন্য একমাস সাত দিন বন্ধ থাকবে লিগের খেলা। ১৮ থেকে ২৪ মে পর্যন্ত ভারতের কলকাতায় এএফসি কাপের ‘ডি’ গ্রুপে খেলবে বসুন্ধরা কিংস। এএফসি কাপ খেলার সময় ঢাকায় জাতীয় দলের ক্যাম্প চলবে। জুনের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় শুরু হবে এশিয়া কাপের বাছাই পর্ব। বাছাই খেলে জাতীয় দল ঢাকায় ফেরার পর ২০ জুন থেকে পুনরায় শুরু হবে দ্বিতীয় লেগের খেলা। চলবে টানা ৭ জুলাই পর্যন্ত। এরপর ঈদুল আজহার জন্য বিরতি থাকবে এক সপ্তাহ। ১৪ জুলাই আবার শুরু হয়ে ২৭ জুলাই শেষ হবে এবারের বিপিএল।

এগারো ম্যাচে আট জয়, দুই ড্র ও এক হারে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে প্রথম লেগ শেষ করলেও বসুন্ধরা কিংস খুব কঠিন সময় পাড় করেছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথনের ইনজুরিতে দুর্বল হয়ে পড়েছিল তাদের মধ্যমাঠ। বসনিয়ান ফরোয়ার্ড স্তোয়ান ভ্রানিয়েসও ছিলেন অকার্যকর। তাই চাপটা গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর উপর। প্রথম লেগে বিদেশি বলতে রবসন এবং ইরানি ডিফেন্ডার খালিদ শাফিই ছিলেন কিংসদের মূল ভরসা। মধ্যবর্তী দলবদলে তাই খুঁতগুলো সারিয়ে আবার পূর্ণ শক্তিতে মাঠে ফিরছে কিংস। কয়েকদিন আগে জোনাথনের জায়গায় যোগ হয়েছে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। সর্বশেষ গাম্বিয়ান নুহা মারংয়ের সংযোজনে দৃশ্যত কোনো খুঁত নেই চ্যাম্পিয়নদের। বাকিটা নির্ভর করছে এই গাম্বিয়ানের পারফরম্যান্সের উপর। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী লিমিটেড ছয় জয়, চার ড্র ও এক হারে পেয়েছে ২২ পয়েন্ট। শেখ জামাল পাঁচ জয় ও ছয় ড্রতে ২১ পয়েন্ট পেয়ে আছে তৃতীয় স্থানে। বোঝাই যাচ্ছে, শিরোপার লড়াই এই তিন দলের মধ্যেই হবে। কিংসদের সামনে যেমন রয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি, তেমনি আবাহনীর সামনে হাতছানি ট্রেবল জয়ের। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জয়ী আবাহনী মৌসুমের শেষ ট্রফিটি জিততে পারলে দারুণ একটা মৌসুম যাবে তাদের। অন্যদিকে দীর্ঘদিন পরে লিগ শিরোপা জয়ের হাতছানি থাকছে শেখ জামালেরও। শিরোপার লড়াইয়ে আছে চট্টগ্রাম আবাহনী লিমিটেডও। ছয় জয়, তিন ড্র ও দুই হারে ২১ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। তবে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা মোহামেডানের জন্য শিরোপা লড়াইয়ে থাকাটা কঠিন চ্যালেঞ্জের। সাদাকালো সমর্থকরা তাদের দল নিয়ে তেমন আশাবাদীও নয়। বড় বজেটের দলগুলোর মধ্যে প্রথম লেগে বাজে ফলাফল করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তারা এগারো ম্যাচে দুই জয়, চার ড্র ও পাঁচ হারে ১০ পয়েন্ট নিয়ে আছে তালিকার অষ্টম স্থানে। দুই জয়, তিন ড্র ও ছয় হারে ৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ নবম, দু’টি করে জয় ও ড্র এবং সাত হারে ৮ পয়েন্ট পেয়ে উত্তর বারিধারা দশম এবং দুই জয়, এক ড্র ও আট হারে ৭ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র রয়েছে এগারোতম স্থানে। আর এক জয়, তিন ড্র ও সাত হারে ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে স্বাধীনতা ক্রীড়া সংঘের নাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ