প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
খ্যাতিমান সাংবাদিক নেতা ও গীতিকার মোল্লা জালাল দীর্ঘ দিন পর গানের জগতে সক্রিয় হয়েছেন। তার কথা সুরে ঈদে প্রকাশিত হচ্ছে রাজু মন্ডলের গাওয়া দু’টি গান ‘দিনে দিনে দিন ফুরায় মানুষ আসে মানুষ যায়’ ও ‘মাটির দেহে নূরের জ্যোতি’। গান দুটি মুক্তি পাবে মোল্লা জালালের ত্রিতাল মিউজিক অ্যান্ড ড্রামা ইউটিব চ্যানেলে। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে শিল্পী বিন্দু কনা, শারমিন ও আরিফ রহমান-এর কন্ঠে রেকর্ডকৃত আরো কয়েকটি গানের ভিডিও। ইতোমধ্যে মোল্লা জালালের লেখা দেশাত্ববোধক গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কনক চাঁপা, রোমানা ইসলাম, রফিকুল আলম, ফাহমিদা নবী, ফকির সাহাবুদ্দীন, আলম আরা মিনু, ডলি সায়ন্তনী, নাজির মাহমুদ ও প্রয়াত শিল্পী সুবীর নন্দী। এছাড়াও নতুন প্রজন্মের শিল্পীরা গেয়েছেন। বিএফইউজে’র সাবেক সভাপতি মোল্লা জালাল বার্তা সংস্থা এনএনবি-তে কাজ করার পাশাপশি বিভিন্ন পত্রিকায় কলাম লিখেন এবং মাঝে মধ্যে গান লিখেন। কখনো নিজে সুর করেন। তিনি সাধারণত দেহত্ত্ব, সৃষ্টিত্ত্ব, বাউল-বিচ্ছেদ ঘরানার লোক গান এবং দেশাত্ববোধক গানই বেশি লিখে থাকেন। তিনি বলেন, বাংলা গানকে টিকিয়ে রাখার ক্ষেত্রে মূলধারার লোক গানের আরো বেশি চর্চা হওয়া দরকার। শুধুমাত্র জনপ্রিয়তার জন্য কোন গীতিকারের গান লেখা উচিৎ নয়। শিল্পীদেরও এ ব্যাপারে সচেতন হওয়া দরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।