Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব-অপুর কারণে বদলে যায় সিনেমার নাম বদলে যায় গল্প

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সিনেমায় শাকিবের সিডিউল ঘাপলা করে নির্মাতাদের ফাঁসানো নতুন কিছু নয়। তার কারণে অনেক সিনেমার নির্মাণে বছরের পর বছর লেগেছে, সিনেমার গল্পও পাল্টাতে হয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলেন অপু বিশ্বাস। অবশ্য অপু নিজেই লাপাত্তা হয়ে রয়েছেন। তাকে কেউ খুঁজে পাচ্ছেন না। ২০১৪ সালে জি সরকারের পরিচালনায় শুরু হয়েছিল ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিং। নির্মাতা ভবেছিলেন ২০১৪ সালেই সিনেমাটি মুক্তি দেবেন। তার এ চিন্তায় গুঁড়েবালি পড়ে। নির্ধারিত সময়ে সিনেমার কাজ শেষ করতে পারেননি শাকিবের সিডিউল ঘাপলার কারণে। তারপর সিনেমাটির নাম পরিবর্তন করে রাখেন ‘লাভ ২০১৫’। নাম পরিবর্তন করেও শাকিব-অপুর সিডিউল না পাওয়ায় ২০১৫ সালে সিনেমাটির কাজ শেষ করতে পারেননি। এ নিয়ে পরিচালক অভিযোগ করেও প্রতিকার পাননি। অবশেষে কয়েকদিন আগে সিনেমাটির তিন দিন শুটিং করেন নির্মাতা। শুটিংয়ে শাকিবের থাকার কথা থাকলেও তিনি শুটিংয়ে অংশগ্রহণ করেননি। শুটিং করেন মিশা সওদাগর। এ মাসের শেষের দিকে আবারো সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতা। শুটিংয়ে শাকিব থাকবেন বলে নির্মাতা জানিয়েছেন। তবে মুশকিল হলো শুটিংয়ে অপুকে দেখা যাবে না। ফলে বাধ্য হয়ে অপুর বাকি যে কাজ ছিল তা বাদ দিয়ে গল্প পরিবর্তন করে শুটিং করা হবে। এখন দেখার বিষয় হচ্ছে লাভ ২০১৫ পরিবর্তন হয়ে লাভ কততে গিয়ে ঠেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব-অপুর কারণে বদলে যায় সিনেমার নাম বদলে যায় গল্প
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ