Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচেয়ে বয়স্ক কুকুর!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত কুকুরের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার রেকর্ড গড়েছে এই কুকুরটি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ফ্লোরিডার চিহুয়াহুয়া প্রজাতির কুকুর টোবিকেইথের বয়স ২১ বছর ৬৬ দিন বয়সী। এটি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত কুকুর হিসেবে মনোনীত হয়েছে। কুকুরটির মালিক জিসেলা শোর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনক্রেসের বাসিন্দা। তিনি এই কুকুরটিকে দত্তক নিয়েছিলেন। তার পর থেকে এই কুকুরটি তার সঙ্গে রয়েছে। জিসেলা জানান, একটি বয়স্ক দম্পতি এই কুকুরটিকে রাখতে না চেয়ে একটি এজেন্সির কাছে দিয়ে যান। তার পর তিনি এই কুকুরটিকে দত্তক নেন।
জানা গিয়েছে, চিহুয়াহুয়া প্রজাতির কুকুর সাধারণত ১২-১৮ বছর পর্যন্ত বাঁচে। তবে জিসেলার এই কুকুর এখন গিনেস বুকে নাম তুলে ফেলেছে। সূত্র : দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ