Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ঝড় বৃষ্টি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ৫:৩১ পিএম

রাজধানীতে শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকেই আকাশ ছিল রৌদ্রজ্জ্বল। সঙ্গে ছিল ভ্যাপসা গরম। গরমে কিছুটা অস্বস্থিতে ছিল সাধারণ মানুষ। গরমের অস্বস্থি কমিয়ে দুপুর সোয়া ৩টার দিকে রাজধানীজুড়ে নেমেছ মুশলধার বৃষ্টি। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া।

সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চকমকানো ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, বৃষ্টিতে গরমের অস্বস্থি কমলেও ছুটির দিনে যারা পরিবারসহ ঈদের কেনাকাটায় বাহিরে যেতে চেয়েছিল তাদের পরিকল্পনায় ভাটা পড়েছে। আর যারা বেরিয়েছেন তারা পড়েছে ভোগান্তিতে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, মাঝে মাঝে বিরতি নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ