Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমি সংক্রান্ত বিরোধে আহত ৮ অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে গত রোববার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়। পুলিশ সন্ধ্যায় একটি পিস্তল ও গুলিভর্তি ম্যাগজিনসহ ৬ জনকে আটক করেছে। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করে। জানা যায়, নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকার আমিনুল (২৫) ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দল নিয়ে ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে ইসমাইল হোসেনের সাথে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আমিনুল হকের ৫ ভাড়াটিয়া সন্ত্রাসীসহ উভয় পক্ষের ৬ জনকে আটক করে। ভাড়াটিয়া সন্ত্রাসীদের ব্যবহৃত মাইক্রোবাসের ভেতর থেকে সেভেন- ৬৫ এম এম পিস্তল ও গুলিভর্তি ম্যাগজিনসহ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলোÑ নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার আমিনুল, এমরান, জাহাঙ্গীর, রাজিব, নূর হোসেন ও ইমন। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, সেভেন- ৬৫ এম এম পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি সংক্রান্ত বিরোধে আহত ৮ অস্ত্র উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ