রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে গত রোববার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়। পুলিশ সন্ধ্যায় একটি পিস্তল ও গুলিভর্তি ম্যাগজিনসহ ৬ জনকে আটক করেছে। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করে। জানা যায়, নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকার আমিনুল (২৫) ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দল নিয়ে ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে ইসমাইল হোসেনের সাথে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আমিনুল হকের ৫ ভাড়াটিয়া সন্ত্রাসীসহ উভয় পক্ষের ৬ জনকে আটক করে। ভাড়াটিয়া সন্ত্রাসীদের ব্যবহৃত মাইক্রোবাসের ভেতর থেকে সেভেন- ৬৫ এম এম পিস্তল ও গুলিভর্তি ম্যাগজিনসহ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলোÑ নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার আমিনুল, এমরান, জাহাঙ্গীর, রাজিব, নূর হোসেন ও ইমন। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, সেভেন- ৬৫ এম এম পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।