নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এএফসি কাপে ম্যাচের সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) টুর্নামেন্টের সময়সূচী ঘোষণা করেছে। ভারতের কলকাতার বিশ্ব যুবভারতী স্টেডিয়ামে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা শুরু হবে ১৮ মে থেকে। ম্যাচের সময়সূচী অনুযায়ী বসুন্ধরা কিংসের একটি ম্যাচ সাড়ে ৫টায় এবং দু’টি দুপুর দেড়টায় শুরু হবে। প্রচন্ড গরমে দুপুরে ম্যাচ থাকায় কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন খুবই অসন্তোষ প্রকাশ করেছেন। ক্লাবটির ফুটবলার ও ম্যানেজমেন্টও সূচি দেখে বিস্মিত। স্টেডিয়ামের ফ্লাডলাইট রয়েছে। বিকালে ও রাতে ম্যাচ আয়োজন করা যায়। অথচ ১৮মে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস ক্লাব ও বসুন্ধরা কিংসের ম্যাচটি বিকাল সাড়ে ৫টায় হলেও ২১ মে বসুন্ধরা কিংস-মোহনবাগান এবং ২৪ মে গোকুলাম কেরালা-বসুন্ধরা ম্যাচটি রাখা হয়েছে দুপুর দেড়টায়। তীব্র গরমে দুপুরে ম্যাচ গড়ানো সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা দেখছেন না কিংস কর্মকর্তারা। এদিকে এএফসি কাপকে সামনে রেখে গাম্বিয়ান দ্বৈত নাগরিক নুহা মারংকে চুক্তি করিয়েছে বসুন্ধরা কিংস। স্পেন ও গাম্বিয়া দুই দেশেরাই নাগরিকত্ব রয়েছে এই ফরোয়ার্ডের। তাই মূলত গাম্বিয়ান হলেও স্প্যানিশ পাসপোর্ট দিয়েই বৃহস্পতিবার মধ্যবর্তী দলবদলের শেষ দিনে বিপিএলের জন্য কিংসদের পক্ষে নিবন্ধন করেছেন নুহা মারং।
বসুন্ধরা কিংসের ম্যাচের সময়সূচি
১৮ মে: বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন (সন্ধ্যা ৬টা)
২১ মে: মোহনবাগান ও বসুন্ধরা কিংস (দুপুর ২টা)
২৪ মে: গোকুলাম কেরালা ও বসুন্ধরা কিংস (দুপুর ২টা)
(বাংলাদেশের সময় অনুযায়ী)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।