মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের প ইংল্যান্ডে নিষিদ্ধ হয়েছে রাশিয়ান জনগণ। এই কারণে ইংলিশ ক্লাব চেলসি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ। এবার ইংলিশ এই ক্লাবটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
বেশ কিছুদিন ধরেই চলছে চেলসি বিক্রির প্রক্রিয়া। কিন্তু এখনও যোগ্য ক্রেতা না পাওয়ায় ক্লাব বিক্রি করে দিতে পারেনি রোমানা আব্রামোভিচ। অনেকেই আগ্রহ প্রকাশ করলেও এখনও চেলসিকে বিক্রি করা সম্ভব হয়নি। এবার চেলসি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। অবশ্য একা চেলসিকে কিনবেন না তিনি। তার সঙ্গী হবেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন এবং বৃটিশ ব্যবসায়ী মার্টিন ব্রাউটন।
বিভিন্ন ইংলিশ গণমাধ্যম জানাচ্ছে, বৃটিশ ব্যবসায়ী ব্রাউটনের সাথে কনসোর্টিয়াম গঠন করবেন সেরেনা উইলিয়ামস এবং লুইস হ্যামিল্টন। সেখানে প্রত্যেক ১০ মিলিয়ন ইউরো বিড করবেন বলে ধারণা করা হচ্ছে।
টেনিস তারকা সেরেনা উইলিয়ামস কিংবা লুইস হ্যামিল্টনের কেউই প্রথমবারের মতো বিনিয়োগ করছেন না। টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের বিনিয়োগ প্রতিষ্ঠান সেরেনা ভেঞ্চার সাম্প্রতিক সময় যুক্তরাজ্য ভিত্তিক একটি ক্রীড়া প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। এছাড়া লুইস হ্যামিল্টন যুক্তরাজ্যের একটি ডেলিভারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। এই দুইজনের চেলসিতে বিনিয়োগ আগ্রহ সবাইকে অবাক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।