Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মামলা করে কী হবে, বললেন নিহত মুরসালিনের ভাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ৪:১৮ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নিহত মুরসালিনের বড় ভাই নূর মোহাম্মদ বলেছেন, মামলা করে কি হবে? কার নামে মামলা করবো। এই দেশে কোনো বিচার নেই। কে করবে বিচার?

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুরসালিনের লাশ গ্রহণ করার আগে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভাই নূর মোহাম্মদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাইটা কীভাবে মারা গেল, কিছুই জানলাম না। এটা কেবল ও আর আল্লাহ জানেন। ওর শরীরে আঘাত আর ক্ষতের বাইরে আমরা আর কিছুই দেখিনি।’

নূর মোহাম্মদ আরও বলেন, আমাদের বাবা বেঁচে নেই, মা আছেন। মুরসালিন বিয়ে করেছিলেন। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকতো।

গত মঙ্গলবার নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী ও শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন মো. মুরসালিন (২৪)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। নিউ সুপার মার্কেটের একটি রেডিমেড কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন মুরসালিন।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে মারা যান ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন মুরসালিন। বেলা দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে মুরসালিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ অ্যাম্বুলেন্সে করে মুরসালিনের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে মুরসালিনের দাফন হওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ