মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রুশ হামলা ও আগ্রাসনের পরিপ্রেক্ষিতে খাদ্যদ্রব্যের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় ‘মানব বিপর্যয়ের’ সতর্কবার্তা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। খবর বিবিসি।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, কোভিড-১৯ মহামারির মতো খাদ্য সংকটও বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি আঘাত হানবে। কারণ, তারা ‘কম খাবে এবং (শিশুদের) স্কুলে পাঠানোসহ অন্য সব কিছুর জন্য (তাদের কাছে) অর্থও কম থাকবে।’
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ম্যালপাস বলেন, ইতিহাসের মানদণ্ডে বর্তমান বিশ্বে খাদ্যের বিশাল মজুদ এবং প্রত্যেকের খাবার নিশ্চিত করার মতো পর্যাপ্ত খাদ্য রয়েছে। তবে, যাদের খাবার সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের কাছে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে।
এ ছাড়া, খাদ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মধ্যেই উন্নয়নশীল দেশগুলোর বিশাল অঙ্কের মহামারিজনিত ঋণ পরিশোধের অক্ষমতাকে ‘সংকটের মধ্যে আরেক সংকট’ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
ডেভিড ম্যালপাস বলেন, ‘সবচেয়ে দরিদ্র দেশগুলোর ৬০ শতাংশ এ মুহূর্তে হয় ঋণের যন্ত্রণায় কিংবা ঋণ সংক্রান্ত সংকটে পড়ার উচ্চঝুঁকিতে রয়েছে।’
অতিদরিদ্র দেশগুলোকে, বিশেষ করে যাদের ঝুঁকিপূর্ণ ঋণ রয়েছে, তাদের ঋণের বোঝা কমাতে দ্রুত কৌশলগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।