Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দারুণ জয়ে আবারও শীর্ষে ফিরল সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ৩:৩৫ এএম

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ৩-০ গোলে জিতেছে সিটি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যানচেস্টার সিটি তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। রিয়াদ মাহরেজ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান বের্নার্দো সিলভা।

৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে সিটি। সমান ম্যাচ ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল।

অন্য ম্যাচে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। হারলেও ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ৫৭ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে টটেনহ্যাম হটস্পার চতুর্থ এবং আর্সেনাল পঞ্চম স্থানে রয়েছে। এই দুই দলই খেলেছে ৩২টি করে ম্যাচ।

সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল সিটি। লিগে আগের রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ২-২ ড্র করেছিল তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ