গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার বিএনপি’র নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার তাদের অনুগত আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। এই পবিত্র রমজান মাসেও দেশের বিভিন্ন এলাকায় ইফতার মাহফিলে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, অনুষ্ঠান পন্ড করে দিচ্ছে। ক্ষমতা হারানোর আশংকায় বর্তমান শাসকগোষ্ঠী আরও বেপরোয়া হয়ে উঠেছে।
বুধবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর রুপনগর থানাধীন ৯২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। আরও উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য গোলাম কিবরিয়া মাখন, এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মোঃ হানিফ মিয়া, আমজাদ হোসেন মোল্লা, মহিলা দল নেত্রী লাইলি বেগম প্রমূখ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৯২নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোঃ নজরুল ইসলাম নজু এবং পরিচালনায় ছিলেন ৯২নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ নবী হোসেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-বিএনপি নেতা ও রুপনগর থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মজিবুল হক, বিএনপি নেতা মানিক কামাল ভান্ডারী, রুবেল, কামলা সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আমিনুল হক বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের নির্যাতন-নিপীড়ণে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো ন্যুনতম নিরাপত্তা নেই। বিএনপিসহ বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে সরকারি জুলুম-নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। তবে অতীতে যেমন কোন স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত রাখতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামী মানুষকে দমাতে সক্ষম হবে না। বিএনপির এই নেতা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ^াস করি-সরকারি জুলুম-নির্যাতনকে পরোয়া না করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশী দৃঢ় সংকল্পবদ্ধ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।