Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কিকে ব্যবহার করেছে পশ্চিমারা: ল্যাভরভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ৫:২৫ পিএম

পশ্চিমারা মিনস্ক চুক্তির বাস্তবায়ন উপেক্ষা করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার ইন্ডিয়া টুডে টেলিভিশন চ্যানেলের সাথে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন।

‘আমি মনে করি পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কিকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করেছে। এবং তারা (পশ্চিমারা) মিনস্ক চুক্তি উপেক্ষা করার ইচ্ছায় তাকে শক্তিশালী করার জন্য সবকিছু করেছে,’ ল্যাভরভ বলেছেন, ‘যদি তিনি (জেলেনস্কি) মিনস্ক চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করতেন, তাহলে সঙ্কট অনেক আগেই কেটে যেত।’ তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের যেসব দেশ পশ্চিমা অবৈধ একতরফা শাস্তির বিরোধিতা করে, তাদের সাথে সহযোগিতা জোরদার করতে আগ্রহী রাশিয়া।

তিনি বলেন, ‘রাশিয়ার উপর বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো এবং এর মাধ্যমে তারা রুশ অর্থনীতি ও সমাজের ওপর আঘাত হানার চেষ্টা করেছে। তবে বহু খাতে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে মস্কো।’ তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়া স্পষ্ট জবাব দিয়েছে। আর তা হল খাদ্যশস্য বা প্রতিরক্ষা শিল্পের কোনো খাতেই পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল নয় মস্কো। এখন অনেক খাতেই দেশের স্বনির্ভরতা অর্জিত হয়েছে ‘

উল্লেখ্য, মিনস্ক চুক্তিগুলো ডনবাস শান্তি প্রক্রিয়ার ভিত্তিপ্রস্তর। চুক্তিটি একটি যুদ্ধবিরতি ঘোষণা, অস্ত্র প্রত্যাহার, সাধারণ ক্ষমা ঘোষণা, অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং স্বঘোষিত ডোনেৎস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকস (ডিপিআর, এলপিআর) এর সাথে সংলাপের মাধ্যমে ইউক্রেনে সাংবিধানিক সংস্কার পরিচালনার রূপরেখা দেয়, যার লক্ষ্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং একটি বিশেষ ব্যবস্থা প্রদান করা।

যাইহোক, মিনস্ক চুক্তির রাজনৈতিক বিধানগুলো পূরণ করতে কিয়েভের অস্বীকৃতির কারণে আলোচনা প্রক্রিয়াটি আসলে স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে, কিয়েভ ডিপিআর এবং এলপিআর-এর সাথে কোনো সরাসরি সংলাপ প্রত্যাখ্যান করেছিল, সংবিধানে অঞ্চলগুলির বিশেষ মর্যাদা একীকরণের বিরোধিতা করেছিল এবং ডনবাসে রাশিয়ার সাথে সীমান্তের একটি অংশ ইউক্রেনের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছিল যতক্ষণ না রাজনৈতিক চুক্তির একটি অংশ বাস্তবায়িত হয়। সূত্র: তাস।

 



 

Show all comments
  • Md Ataur RAhman ২০ এপ্রিল, ২০২২, ৫:৪০ পিএম says : 0
    Thank,s
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ