Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ৮:৪৪ এএম

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটসহ আশপাশের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত ও গুলিবিদ্ধ হয়েছেন। ব্যস্ততম এলাকা দীর্ঘ সময় ধরে রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা এবং শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া।

শিক্ষার্থীদের অধিকাংশই পুলিশের ছোড়া রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও ইটের আঘাতে আহত হয়েছেন। শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সারা দেশের শিক্ষার্থীরা। সহমর্মিতা জানিয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে চলছে ‘স্ট্যান্ড উইথ ঢাকা কলেজ’ ক্যাম্পেইন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। অনেক পেজ থেকে লাইভ সম্প্রচার করলে মুহূর্তের মধ্যেই তা নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। কেউ কেই অসাধু ব্যবসায়ী ও দোষী ব্যক্তিদের কঠিন শাস্তি দাবি করেছেন।

শিক্ষার্থীদের ওপর হামলা নিন্দা জানিয়ে ফেসবুকে রেদওয়ান আহমেত নামে একজন লিখেছেন, ‘‘ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।হামলায় জড়িত ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।সেই সাথে যে সকল পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ এর নির্দেশ দিয়েছে তাদেরকে অপসারণ করতে হবে।ছাত্র সমাজ-ই যদি নিরাপদে না থাকতে পারে তাহলে দেশ কিভাবে নিরাপদ থাকবে?’’

হুমাউন কবির মানিকের দাবি, ‘‘ঘটনার সূত্রপাত তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বিষয়টি হালকাভাবে নেয়া উচিত হবে না, কেননা দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সম্ভাবনাকে ক্ষীণ করবে।’’

সেলিম হাসান লিখেছেন, ‘‘গাউছিয়া ও নিউ মার্কেটের ব্যবসায়ীরা কাস্টমারদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। অনেক মেয়েদের সাথে খারাপ আচরণ করে। তাদের শিক্ষা হওয়া দরকার। তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। নিউ মার্কেটে একটা ৫০ টাকার জিনিস ৬০০ টাকা চেয়ে ক্রেতাকে দাম বলাতে বাধ্য করা এবং না কিনলে কটু বাবা অশালীন কথা শুনতে হয়।এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ঠিক আছে।’’

এদিকে নিউমার্কেট অন্যত্র সরিয়ে নেয়ার দাবি তুলেছেন অনেকে। তাদের একজন সিনথিয়া কবির লিখেছেন, ‘‘সরকারের উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ইডেন কলেজের আশপাশ থেকে সব ব্যবসায় প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়া। এই এলাকার বেশিরভাগ ব্যবসায়ী খুব অসাধু। নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে হবে। ছাত্রদের উপর গুলি করার নির্দেশ কে দিল তার মুখোশ বাংলাদেশের সামনে উন্মোচন করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। লড়ে যাও ঢাকা কলেজ, সঙ্গে আছে বাংলাদেশ....।’’



 

Show all comments
  • প্রবাসী-একজন ২০ এপ্রিল, ২০২২, ৯:৪৬ এএম says : 0
    এম্বুলেন্সে হামলা করার এ ছবিটি কী ধরণের মানসিকতার পরিচয় বহন করে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ