Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোমায় ক্যাম্পবেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ঘটনাটি গত শনিবারের। সন্তানদের নিয়ে মাঠেই সুন্দর এক সময় কাটাচ্ছিলেন রায়ান ক্যাম্পবেল। তবে হঠাৎই বদলে গেল সবকিছু। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে আছেন নেদারল্যান্ডসের কোচ ও সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। গতকাল পার্থের রেডিও স্টেশন সিক্সপিআর জানায়, এখনও কোমায় ৫০ বছর বয়সী সাবেক এই কিপার-ব্যাটসম্যান। তবে স্বস্তির খবর, চিকিৎসকদের পরিচর্যায় কয়েকবার নিজেই শ্বাস নিতে পেরেছেন ক্যাম্পবেল।
২০১৭ সালের এপ্রিল থেকে ডাচদের কোচ হিসেবে কাজ করছেন ক্যাম্পবেল। মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে খেলা সীমিত ওভারের সিরিজেও দায়িত্ব পালন করেন তিনি। সফর শেষে ইউরোপে ফেরেন ক্যাম্পবেল। মাত্র এক সপ্তাহ আগেই নিজ শহর পার্থে বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। দলের সাবেক ক্রিকেটারের অসুস্থতার সংবাদ শুনে ব্যথিত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যাথিউস। এক বিবৃতিতে ক্যাম্পবেলের পরিবারের পাশে থাকার কথাও বলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ২০০২ সালে দুটি ওয়ানডে খেলেন ক্যাম্পবেল। সুযোগটি এসেছিল নবাগত সন্তানের সঙ্গে সময় কাটাতে অ্যাডাম গিলক্রিস্ট না থাকায়। ১৯৯৪ থেকে ২০০৬ সালের মধ্যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ৯৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ক্যাম্পবেল। ১১ সেঞ্চুরি ও ৩৬.৪১ গড়ে রান করেন ৬ হাজার ৯। হংকংয়ের হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ক্যাম্পবেল। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির হয়ে মাঠে নামের ৪৪ বছর বয়সে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ