Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান ১১ মে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ৯:৪৫ পিএম

অবশেষে প্রদান করা হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার। আগামী ১১ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত মনোনীত ক্রীড়াবিদ ও সংগঠকদের হাতে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেবেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এদিন দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান প্রস্তুতি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিমন্ত্রী ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন সহ অন্যান্যরা। ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ অবদান রেখেছেন এমন বিশিষ্ট খেলোয়াড় ও সংগঠকদের প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ