মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিজেপির রাজ্যসভার সাংসদ হলেও নিজের দল এবং সহকর্মীদের সমালোচনা করার জন্য বিশেষ পরিচিত তিনি। এমনকি তার গলাতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম বিরোধী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। স্পষ্টভাষী বিজেপি নেতা একটি টুইটে, বলেছেন জাতীয় নিরাপত্তাও ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। এমনকি বিস্ফোরক অভিযোগ করে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি চীন সম্পর্কে ‘অজ্ঞাত’।
তিনি হলেন বিজেপির বর্ষীয়ান নেতা সুব্রাহ্মণ্যম স্বামী। একাধিকবার বার তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও তার কেন্দ্রের বিজেপি সরকাররে সমালোচনা করেছেন। প্রভাবশালী বিজেপি নেতা হয়েও ফের একাবার প্রধানমন্ত্রীর আট বছরের শাসনকালের উন্নয়ন নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর গত আট বছরে ‘অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ’ হওয়ার জন্য মোদির বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি টুইটে লিখেছেন, ‘৮ বছরে আমরা দেখছি যে মোদি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছেন। বিপরীতে, ২০১৬ সাল থেকে বৃদ্ধির হার বার্ষিক হ্রাস পেয়েছে। জাতীয় নিরাপত্তা ব্যাপকভাবে দুর্বল হয়েছে। মোদি অব্যক্তভাবে চীন সম্পর্কে অজ্ঞ।’ এর পড়েই তিনি প্রশ্ন তুলে লিখেছেন, ‘সেরে ওঠার সুযোগ রয়েছে কিন্তু তিনি কি জানেন তা কিভাবে?’
সুব্রাহ্মণ্যম স্বামীর কাছে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানতে চেয়েছিলেন তার বলা এই সমস্যাগুলি সমাধান করার জন্য কী পরামর্শ দেবেন। সেই প্রশ্নের উত্তরে বিজেপি নেতা বলেছেন, ‘প্রাচীন ঋষিরা পরামর্শ দিয়েছেন যারা জ্ঞান অর্জন করেছেন তাদের কাছে ভাগ করা উচিত।’ তবে সুব্রাহ্মণ্যম স্বামী প্রধানমন্ত্রীর বিরোধিতা করলেও এক মোদি সমর্থক বলেছেন, ‘বিবৃতির সাথে সম্পূর্ণ দ্বিমত। প্রধানমন্ত্রীর চেয়ারে অন্য কেউ থাকলে আমাদের অবস্থান এখনকার চেয়ে আরও খারাপ হত, হয়তো পাকিস্তানি বা শ্রীলঙ্কানদের মতো কাঁদতেন, নতুন প্রধানমন্ত্রীর পরে প্রধানমন্ত্রী মোদির গুরুত্ব অনুভূত হবে।’
মোদি সমর্থকের এই মন্তব্যের জবাবেই সুব্রাহ্মণ্যম স্বামী পাল্টা দিয়ে বলেছেন, ‘ব্রিটিশ সাম্রাজ্যবাদী এটাই বলেছিল: ব্রিটিশ চলে গেলে ভারত ভেঙে পড়বে।’ শুধু তাই নয় তামিলনাড়ুর বিজেপি সংসদ সদস্য চীনের বিষয়ে মোদি নীতি নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছে। গালওয়ান উপত্যকায় পূর্ব লাদাখের ভারতীয় ভূখণ্ড চীন যে দখল করেনি সরকাররে এই দাবি প্রসঙ্গেও তীব্রভাবে দ্বিমত পোষণ করেছেন। সূত্র : টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।