Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের সংস্কার কতটা জরুরি ইউক্রেন দেখিয়ে দিয়েছে : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউক্রেনের যুদ্ধ থামাতে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতি আমাদের চুখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, জাতিসংঘের সংস্কার কতটা জরুরি। বিশ্বের ৫ পরাশক্তির কাছে আমরা কতটা জিম্মি তা রাশিয়া-ইউক্রেনের দিকে তাকালেই বুঝা যায়। খবর দ্যা হুরিয়াতের। সোমবার সন্ধ্যায় আঙ্কারায় বিদেশি ক‚টনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এরদোগান এসব কথা বলেন। এরদোগান বলেন, আমরা প্রথমে মানুষ, তার পর আমাদের পরিচয়- এশিয়ান, আফ্রিকান ও ইউরোপীয় প্রভৃতি। জাতি-ধর্ম নির্বিশেষে সবার আগে মানুষ সত্য, তার ওপরে কিছু নাই। আমাদের মনে করতে হবে, আমরা বিশ্বে ৮৫০ কোটির একটি পরিবার। হুরিয়াত।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ