মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রুশ বাহিনীর হাতে বন্দি দুই ব্রিটিশ যোদ্ধাকে সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে। তারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে ইউক্রেনের রুশপন্থি রাজনীতিবিদ ভিক্তর মেদভেদচুকের বিনিময়ে তাদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার আকুতি জানিয়েছেন। ওই দুই বন্দি শন পিনার এবং অ্যাইডেন অ্যাসলিন টিভিতে কথা বলার সময় চাপের মুখে ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। একজন অজ্ঞাত ব্যক্তির সঞ্চালনায় তারা আলাদা আলাদা কথা বলেছেন। রোশিয়া ২৪ টেলিভিশন চ্যানেলে তাদের ওই ভিডিও ফুটেজ স¤প্রচার করা হয়। ভিডিওতে খানিকটা ক্লান্ত ও ভীত পিনারকে বলতে শোনা যায়, ‘‘আমি পরিস্থিতি বুঝতে পারছি। তারপরও আমি আমার সরকারের কাছে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করার আবেদন করতে চাই। আমি আবার আমার স্ত্রীকে দেখতে চাই।” পিনার সরাসরি বরিস জনসনের কাছে তার এবং অ্যাসলিনের হয়ে মুক্তির আবেদন জানান। তিনি বলেন, ‘‘আমরা চাই মেদভেদচুকের সঙ্গে আমার ও অ্যাইডেন অ্যাসলিনকে বিনিময় করা হোক। অবশ্যই এই বিষয়ে আপনার সাহায্যকে আমি সাধুবাদ জানাব।” নিজেরা অল্পস্বল্প রুশ ভাষা বলতে পারেন এবং তাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে বলেও জানান তিনি। অস্বস্তিতে থাকা অ্যাসলিনকে বলতে শোনা যায়, ‘‘আমি মনে করি ওকসানা (মেদভেদচুকের স্ত্রী) কী বলছেন বরিসের সেটা শোনা প্রয়োজন”।‘‘যদি বরিস জনসন ব্রিটিশ নাগরিকদের যেভাবে খেয়াল রাখার কথা বলেছেন, সেভাবেই তা করেন তবে তিনি আমাদের সাহায্য করবেন।” সোমবার প্রায় কাছাকাছি সময়ে ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা থেকেও একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে মেদভেদচুককে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির কাছে মারিউপোলে আটকে পড়া ইউক্রেনীয় সেনা বা যেকোনো বেসামরিক নাগরিকের বিনিময়ে তাকে ছেড়ে দেয়ার আহŸান জানাতে দেখা যায়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।