Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন সেনাদের দুপুরের মধ্যে আত্মসমর্পণের আহ্বান করে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ৮:০৫ পিএম

মারিউপোলে ইউক্রেন সেনাদের রাশিয়া মঙ্গলবার দুপুরের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। এ নিয়ে ইউক্রেনীয় সেনাদের দ্বিতীয় বারের মতো আত্মসমর্পণের আহ্বান জানাল রুশ বাহিনী। রয়টার্সের খবরে বলা হয়েছে, বিগত কয়েক সপ্তাহ যাবত রুশ সেনারা বন্দর নগরী মারিউপোল অবরোধ করে রেখেছে। গত ২৪ ফেব্রুয়ারি তারা আক্রমণ করার পর ইউক্রেনের যে শহরটি সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মারিউপোল।

ইউক্রেন কর্তৃপক্ষ সোমবার জানায়, আজভস্তল স্টিল কারখানার নিচে ১ হাজার মতো বেসামরিক নাগরিক লুকিয়ে আছে। রাশিয়া সেখানে ব্যাপক গোলাবর্ষণ করছে বলেও অভিযোগ ইউক্রেনের। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অঞ্চলটিতে থাকা ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, যারা অস্ত্র ত্যাগ করবে তাদেরকে জীবনের নিশ্চয়তা দেওয়া হবে। ইউক্রেন সেনাদেরকে দুপুর ২টা থেকে ৪টার মধ্যে অস্ত্র এবং গোলাবারুদ ছাড়াই আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এর আগে যখন রাশিয়া মারিউপোলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল, ইউক্রেন প্রশাসন তখন তাদের প্রস্তাব প্রত্যাখান করেছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ