মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি গুরুতর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অনেকের হতাহত হয়েছে।
রোববার ভোরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের পিটসবার্গের গোলাগুলিতে ১১জন আহত হয়েছে, দু’জন নিহত হয়েছে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, শহরের একটি ভবনে এ ঘটনা ঘটে। তখন সেখানে বড় একটি পার্টি হচ্ছিল। এতে প্রায় দুইশ’ অংশগ্রহণকারী ছিল। অনেকেই অপ্রাপ্তবয়স্ক। ভবনের ভেতরে কেউ গোলাগুলি করায় এই হতাহত হয়।
আর শনিবার বিকালে সাউথ ক্যারোলিনা রাজ্যের কলম্বিয়া শহরের এক শপিং মলেও বন্দুক হামলা হয়েছে। এতে ১৪জন আহত হয়।
যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা-সংক্রান্ত ওয়েবসাইটের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে ১২ হাজার ৫০২জন নিহত এবং ১০ হাজার ২৪জন আহত হয়েছে। ক্ষুদ্রাস্ত্রের গোলাগুলি ইতোমধ্যে দেশটির এক গণসঙ্কটে পরিণত হয়েছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।