Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার খুলনায় চেম্বার সভাপতির মোবাইল ক্লোন করে চাঁদা দাবি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ৩:৫৩ পিএম

১৮ এপ্রিল খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের মোবাইল ফোন ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গিয়েছিল। আজ ১৯ এপ্রিল খুলনা চেম্বার এন্ড কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি কাজি আমিনুল হক এর মোবাইল ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
খুলনা সদর থানায় চেম্বার সভাপতি কাজি আমিনুল হকের সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, তার ব্যক্তিগত মোবাইল ফোনটির নম্বর ক্লোন করে ১৮ এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স সমিতির খুলনা শাখার সাধারণ সম্পাদক শংকর কর্মকারের কাছে চাঁদা দাবি করা হয়। এরকম আরো কয়েকটি অভিযোগ তিনি পেয়েছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, চেম্বার সভাপতি কাজি আমিনুল হক জিডি করেছেন। জিডি নং ১০৯৯। পুলিশ দায়িদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র এমন কাজ করছে বলে তিনি মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোবাইল ক্লোন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ