Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী ইসরাইলির বর্বরতা রুখে দিতে হবে

বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দের নিন্দা অব্যাহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

বিশ্ব সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলির বর্বরতা রুখে দিতে হবে। মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতার দরুণ ইসরাইলি বাহিনী রোজাদার মুসল্লিদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। প্রয়োজনে ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জিহাদ ঘোষণা করতে হবে। আল আকসা মসজিদে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই : মসজিদে আল-আকসায় নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ফিলিস্তিনি রোজাদার মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। তিনি বলেন, মুসলিম বিশ্বের নীরবতার কারণেই জারজ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী বাহিনী দিন দিন বেপরোয়া হয়ে নিরীহ নিরাপরাধ মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে। প্রয়োজনে মুসলিম উম্মাকে ইসলাইলের বর্বরতা বিরুদ্ধে জিহাদের ডাক দিতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঃ জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান মসজিদে আল আকসায় ফিলিস্তিনি রোজাদার মুসল্লিদের উপর ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। নিরীহ মুসল্লিদের ওপর ইসরাইলি ইহুদী সন্ত্রাসীদের হামলা পুরো বিশ্বের মুসলমানদের হদয়ে আঘাত হেনেছে। এখনই সময় মুসলিম উম্মাহকে জেগে ওঠে মসজিদে আকসা রক্ষা করার। গতকাল সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।
রাজধানীর পল্টনস্থ একটি হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিল সংগঠনের জমিয়ত ঢাকা মহানগরীর প্রধান সমন্বয়কারী মাওলানা শহিদুল ইসলাম আনসারীর সভাপতিত্বে ও জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে আরো বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধা, শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, আমরা ঢাকাবাসীর মহাসচিব আলহাজ জামাল নাসের চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি জাকির হোসাইন খান, প্রিন্সিপাল বেলায়েত হোসেন আল-ফিরোজী, মাওলানা আতাউর রহমান আতিকী, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা তোফায়েল গাজালি, মুফতি আবু সাঈদ, মুফতি সুহাইল আহমদ।
বাংলাদেশ নেজামে ইসলাম পাটি ঃ বাংলাদেশ নেজামে ইসলাম পাটির চেয়ারম্যান মুফতি মুজিবুর রহমান এক বিবতিতে বলেন, পশ্চিমা দেশগুলোর নীরবতার কারণেই জারজ ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ববরোচিত হামলা চালাচ্ছে। এদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। মুসলিম দেশগুলোকে ঐকবদ্ধ পতিরোধ গড়ে তুলতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ