বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১০ নভেম্বর সংগঠিত অপ্রীতিকর ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে গণিত বিভাগের প্রফেসর ড. মো: বেল্লাল হোসেনকে। অন্য চারজন সদস্য হচ্ছেন শহীদ লে: সেলিম হলের প্রভোষ্ট প্রফেসর ড. এস. এম জহুরুল ইসলাম, শহীদ শহিদুল ইসলাম হলের প্রভোস্ট প্রফেসর ড. বশির আহমেদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম এবং শহীদ আব্দুল হামিদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: রবিউল আওয়াল। এদিকে, মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ৪ জন ও শাহমখদুম থানা ৫ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদক ব্যবসায়ী এবং ১৪ জন অন্যান্য মামলার আসামি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।