Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্যিক মীর মশাররফের জন্মবার্ষিকী পালন

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম বলেছেন, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মীর মশাররফ হোসেন। এ নামটির সাথে পদমদীর নামও জড়িয়ে রয়েছে। মীরের প্রতিভাকে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর এ কাজ করবে শিক্ষক সমাজ। শিক্ষকদেরকে ক্লাসে মনোযোগ দিতে হবে। এ সরকার উন্নয়নে বিশ্বাসী হওয়ার কারণে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র নির্মাণ করে। এখানে দূর-দূরান্ত থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসছেন। প্রতি বছর জন্ম ও মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অনেক সাহিত্যিক এখানে আসেন। শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করলে হবে ন, স্থানীয় সাহিত্যিকদের এগিয়ে আসতে হবে। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, উনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক, কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দিনব্যাপী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে বাংলা একাডেমি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম এসব কথা বলেন। এ দিনের কর্মসূচির মধ্যে সকাল ৯টায় মীরের সমাধিতে জেলা প্রশাসন, বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় উদ্বোধন অনুষ্ঠান রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক ড. সৈয়দা নওশীন পর্ণিনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। স্বাগত ভাষণ দেন, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ। আলোচনা করেন বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আমিনুল ইসলাম, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মীর মশাররফ হোসেন কলেজের প্রভাষক ভবেন্দ্রনাথ বিশ্বাস।
বেলা সাড়ে ১১টার সময় রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফকীর আবদুর রশিদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রশাসক জিনাত আরা। প্রবন্ধ পাঠ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আব্দুল আলীম। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান। ধন্যবাদ জ্ঞাপন করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আমিনুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাহিত্যিক মীর মশাররফের জন্মবার্ষিকী পালন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ