Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় কলেজ শিক্ষককে লাঞ্জিত করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা ঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় সিতাইকুÐ নেছারউদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে ক্লাশ বর্জন করে মানববন্ধন পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় কলেজ মাঠে ১ ঘণ্টার ক্লাশ বর্জন করে উক্ত বিদ্যালয় কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে সকাল ১০টায় বিদ্যালয় চলাকালীন সময় সিতাইকুÐ গ্রামের সত্তার শেখের ছেলে আবুল কালাম শেখ (৪২) কলেজে এসে তার ছেলে এসএসসি পরীক্ষার্থী সাহরিয়ার এর পরীক্ষা কেন্দ্রের সিরিয়াল ০৩ থেকে ১ নং হওয়ায় ক্ষিপ্ত হয়ে ঐ কলেজের ব্যবসায়নীতি ও প্রয়োগ বিভাগের প্রভাষক সরোয়ার হোসেন হাওলাদার (মামুনকে) অধ্যক্ষের রুমে নিয়ে অমানবিক ও প্রচÐভাবে লাঞ্চিত করে। তাৎক্ষনিকভাবে গভনির্ং বডির সদস্যদের নিয়ে অধ্যক্ষের রুমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে নেছারউদ্দিন তালুকদার উচচবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস অশ্রæসিক্ত নয়নে ঘটনা স্বীকার করে বলেন, আবুল কালাম শেখের ছেলের নাম বোর্ড থেকে আগে পিছে হওয়ার কারণে প্রভাষক সরোয়ার হোসেন মামুনকে আমার রুমে এনে প্রচÐভাবে মারধর করে। এ ঘটনায় গভনির্ং বডির সদস্যদের নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। এ হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটালীপাড়ায় কলেজ শিক্ষককে লাঞ্জিত করার প্রতিবাদে মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ