নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লা লিগায় রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। শুরুতে পিছিয়ে পড়লেও বিরতির পর দারুণ ম্যাচে ফেরে। এদিন ম্যচের শুরুর চার মিনিটে দুই গোল খেয়ে পড়ে গেল হারের শঙ্কায়।
শুরুর সেই বিবর্ণতা ঝেড়ে ফেলে বিরতির পর কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল তারা। দুই বদলি খেলোয়াড়ের গোলে সমতায় ফেরার পর শেষ দিকে দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসালেন করিম বেনজেমা। লিগ শিরোপা জয়ের পথে বড় এক বাধা পেরিয়ে গেল মাদ্রিদের দলটি।
ইভান রাকিতিচের নৈপুণ্যে ম্যাচের ২১ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এরিক লামেলা। শুরুতে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে সেভিয়া।
সেই সঙ্গে শিরোপা লড়াই জমে ওঠার আভাসও মেলে। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাল্টে যায় চিত্র। ম্যাচের ৫০ মিনিটে রদ্রিগো ব্যবধান কমানোর পর ৮২ মিনিটে সমতা টানেন নাচো ফের্নান্দেস। ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে বেনজেমার ওই জয়সূচক গোল।
দারুণ এই জয়ে লিগ টেবিলে ১৫ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।