মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে উপনির্বাচনে তৃণমূলের হয়ে ইতিহাস গড়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিংহ। রূপালী পর্দা ছেড়ে রাজনীতির আঙিনায় তার পদার্পণ অনেক দিন হল। কিন্তু সভা মঞ্চে শত্রুঘ্ন সিংহ এসে দাঁড়ালে ঘুরে ফিরে আসে ‘খামোশ’ সংলাপ। সেই ঢঙেই আসানসোলে বিজেপি-কে চুপ করিয়ে দিলেন বলিউডের এক সময়ের ‘অ্যাংরি হিরো’।
গত শনিবার উপনির্বাচনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে প্রায় ৩ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন শত্রুঘ্ন। বাবার সেই ঐতিহাসিক জয়ের আনন্দ ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিংহ। ভোট শুরুর সময় থেকেই যখন যা ফলাফল জানা যাচ্ছিল, নিজের পোস্টে আপডেট দিচ্ছিলেন শত্রুঘ্ন-কন্যা।
সোনাক্ষীর দাদা লভ সিংহও প্রভাবশালী পিতার গর্বে গর্বিত পোস্ট করেন। তাতে লেখেন, ‘শত্রুঘ্ন এখন মূর্তিমান অনুপ্রেরণা।’ সেই সঙ্গে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আসানসোলবাসীকেও ধন্যবাদ জানান লভ। দাদার পোস্ট নেট মাধ্যমে ভাগ করে নেন সোনাক্ষী। সঙ্গে লেখেন, ‘অ্যান্ড দ্য উইনার ইজ...’ স্পষ্টই ফেটে পড়েন পিতৃগর্বের উল্লাসে।
বিজেপি ছেড়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহার থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন শত্রুঘ্ন। কিন্তু বিজেপির প্রার্থী রবিশঙ্কর প্রসাদের কাছে হেরে যান। এরপরই রাজনীতির তৃতীয় ইনিংস শুরু করেন তৃণমূল দিয়ে। যার প্রথমেই ছক্কা।
ফল ঘোষণার প্রথম দিকে কিছুটা লড়াইয়ে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কিন্তু বেলা যত গড়ায়, ততই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগিয়েছেন শত্রুঘ্ন। ৩৭ হাজার থেকে ৬৮ হাজার হয়ে এক লাখ, তার পর এক লাখ ৪০ হাজার থেকে প্রায় তিন লাখ ভোটের ফারাক বাড়তে থাকে। শত্রুঘ্ন ভাঙলেন বাবুলের রেকর্ডও। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।