Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জাবকে সহজেই হারালো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১০:১৯ পিএম


আইপিএলে পাঞ্জাবকে সহজেই হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাবের দেয়া ১৫২ রানের লক্ষ্যে ভ্যাট করতে নেমে ৩ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে। বল হাতে থাকতেই ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রান তাড়ায় নেমে শুরুতেই অধিনায়ক উইলিয়ামসনকে(৩) হারালেও জয় পেতে একদমই কষ্ট হয়নি হায়দরাবাদের। অভিষেক শর্মা (২৫ বলে ৩১), রাহুল ত্রিপাথির (২২ বলে ৩৪) পর বাকি দায়িত্ব সেরেছেন এইডেন মার্করাম আর নিকোলাস পুরান। চতুর্থ উইকেটে ৫০ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তারা। মার্করাম ২৭ বলে ৪১ আর পুরান ৩০ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে উমরান মালিকের দুর্দান্ত এক শেষ ওভারে চমকে যায় পাঞ্জাব। ১৯ ওভারে ৬ উইকেটে ১৫১ রানে থাকা দলটি শেষ ওভারে কোনো রানই যোগ করতে পারেনি, হারায় ৪ উইকেট। কাশ্মীরি পেসার উমরান ওই ওভারে হ্যাটট্রিক না পেলেও চার বলের মধ্যে তুলে নেন তিনটি উইকেট। শেষ বলে আবার একটি রানআউটও হয়। সবমিলিয়ে ৪ ওভারে একটি মেইডেনসহ ২৮ রান দেন উমরান।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লিভিংস্টোন ৩৩ বলে ৫ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৬০ রানের ঝড়ো ইনিংস। বাকিরা ছিলেন ধীরগতির। শিখর ধাওয়ান ১১ বলে ৮, জনি বেয়ারস্টো ১০ বলে ১২, শাহরুখ খান ২৮ বলে ২৬ আর ওডিয়ান স্মিথ ১৫ বলে ১৩ রান করে আউট হন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ