রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আ.লীগ কার্যালয়ের পুন:সংস্করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, উপজেলা আ.লীগের নতুন কমিটি দেয়ার পর দল গতিশীল হয়েছে। আমি মনে করি আ.লীগের এই নতুন কমিটি আ.লীগকে আরো জোরদার ও শক্তিশালী করবে। তিনি আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।