রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাগেরহাটের ফকিরহাটে ফরিদা বেগম (৫৫) নামে এক নারীর গামছা দিয়ে মুখবাধা এবং উলঙ্গ অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী। পুলিশের প্রাথমিক ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ফরিদা বেগম তার বাড়িতে একা থাকতো গত শক্রবার রাতে স্থানীয় ইসলামের চায়ের দোকানে দেখা গেছিলো পরিবর্তিতে আর দেখা যায়নি। তবে মৃত্যুটি রহস্যজনক।
ফকিরহাট মডেল থানার ওসি মো. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণর করা হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।