Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুভ্রদেবের নতুন গান গার্লফ্রেন্ড

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

প্রায় চার বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব। গানটির নাম ‘গার্লফ্রেন্ড’। এর কথা, সুর ও সঙ্গীত শুভ্রদেব নিজেই করেছেন। শুভ্রদেব বলেন, প্রায় বছর খানেক ধরে এই গানটি তৈরি করেছি। অর্ধেক কাজ করেছি আমেরিকায়। বাকিটুকু হয়েছে বাংলাদেশে। একটা বিষয় অনেকদিন ধরে ভেবে দেখলাম, গার্লফ্রেন্ড নামে কোনও গান নেই। আমি কয়েকজন গীতিকবির সঙ্গেও কথা বলেছি। এরপর এটি নিয়ে কাজ শেষ করেছি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এর শুটিং হয়েছে। তিনি বলেন, আমার জীবনে সবচাইতে কঠিন শুটিং এটি। আমি জানি, গার্লফ্রেন্ড নিয়ে অনেক কথা হবে। কিন্তু আমি পেশাদার গায়ক তাই এতো পরিশ্রম করেছি। আমার পরিচালক নিডো খান আমাকে এমটিভি মুম্বাইয়ের কথা মনে করিয়ে দিয়েছেন। তার কাজ অসাধারণ। ভিডিওতে শুভ্রদেবের সঙ্গে মডেল হয়েছেন ইশরাত তিথিসহ ৩০ সহশিল্পী। অনুপম মিউজিকের ব্যানারে গানটি আসছে রোজার ঈদের আগেই ইউটিউবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুভ্রদেবের নতুন গান গার্লফ্রেন্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ