Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে যুববিশ্বকাপ জেতানো কোচ এখন শ্রীলঙ্কার সহকারী কোচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ৬:০৭ পিএম

টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা টেস্ট দল। এই সফরের আগে নতুন

নতুন করে সাজানো হয়েছে লঙ্কানদের কোচিং প্যানেল। কিছুদিন আগে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্রিস সিলভার উডকে। এবার তার সহকারী হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো নাভিদ নেওয়াজ।

রোববার নাভিদের নিয়োগের খবরটি ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ৪৮ বছর বয়সী এই শ্রীলঙ্কান দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন। যার প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশে মে মাসে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজ।


জাতীয় দলে সাবেক লঙ্কান ক্রিকেটার নাভিদের খেলোয়াড়ি জীবন বিস্তৃত ছিল ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত। এই সময় একটি টেস্টের পাশাপাশি তিন ওয়ানডে খেলেছেন। কোচিংয়ে সবচেয়ে বেশি সাফল্য বলতে গেলে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল নিয়ে। তার অধীনেই ২০২০ সালে প্রথম যুববিশ্বকাপ জেতার গৌরব অর্জন করে আকবর আলীর দল।


তার নিয়োগের পর প্রায় নতুন কোচিং স্টাফ নিয়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। এই সফরের জন্য সিলভার উড ও নেওয়াজের সঙ্গে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লঙ্কান গ্রেট চামিন্দা ভাস। তিনি আগেও বিভিন্ন সময়ে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন পিয়াল ভিজেতুঙ্গে ও ফিল্ডিং কোচ মনোজ আবেবিক্রমা।

বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চট্টগ্রামে যার প্রথমটি শুরু হবে ১৫ মে। ২৩ মে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ও শেষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ