প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী জেসিকা আলবা জানিয়েছেন, তিনি জিমে যান না এবং মানসিক চাপের কারণেও তার ওজন নিয়ন্ত্রণে থাকে।
‘দি এলেন ডিজেনারেস শো’তে একটি সাক্ষাৎকারে তিনি তার শরীর-স্বাস্থ্য ফিট রাখার ব্যাপারে কথা বলছিলেন। তিনি জানান, হ্যালোউইনে তিনি কোনো রকম আলাদা মনোযোগ দেয়া ছাড়াই যথেষ্ট ব্যায়াম করেছেন। জেসিকা আর তার স্বামী ক্যাশ ওয়ারেন দুই কন্যা সন্তানের বাবা-মা।
ডিজেনারেস বলেন : “তুমি কি সত্যিই জিমে যাও না? তোমাকে অনেক রোগা লাগছে, আমি বলতে চাইছিলাম তোমার নিজের দিকে খেয়াল রাখা উচিত। কারণ তুমি সহজেই হাল ছেড়ে দাও!”
আলবা বলেন : “ধন্যবাদÑ এরই নাম হলো মানসিক চাপ।”
ডিজেনারেস আবার জিজ্ঞাসা করেন : “আসলেই তুমি কোনো ব্যায়াম করো না? তোমাকে শেপ সাময়িকীর প্রচ্ছদে দেখা গেছেÑ তুমি কি প্রতারক?”
আলবা বলেন, ছবিতে তার নিখুঁত ফিগারের রহস্য হলো কুশলী পোজ। এর জন্য তাকে কোনো আলাদা করে ঘাম ঝরাতে হয়নি।
“অন্তরের সৌন্দর্য আর আত্মবিশ্বাস হলো আসলে ব্যাপার...কারণ সৌন্দর্য নিয়ে মানুষের অনেক ধারণা আছে,” তিনি আরো বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।