Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারিয়ে ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ১০:৩০ পিএম | আপডেট : ১১:০০ পিএম, ১৬ এপ্রিল, ২০২২


রোমাঞ্চকর লড়াইয়ে এফএ কাপে বড় জয় পেয়েছে লিভারপুল। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সেমিফাইনালে ৩-২ গোলে জিতেছে লিভারপুল।

উত্তেজনার এই সেমিফাইনালে খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। এতে জোড়া গোল করেন সাদিও মানে, একটি ইব্রাহিমা কোনাতে। প্রথমার্ধে দারুণ ফুটবল উপহার দিলেও দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি। বিপরিতে তারা দুই গোল হজম করে।  অর্থাত শেষে ব্যবধান কমান জ্যাক গ্রিলিশ ও বের্নার্দো সিলভা।

খেলা শুরুর নবম মিনিটে দলকে এগিয়ে নেন ইব্রাহিমা কোনাতে। ১৭ মিনিটে গোলের ব্যবধান বাড়ান সাদিও মানে। ম্যাচের ৪৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন সাদিও মানে। ফলে প্রথমার্ধের খেলা শেষে হয় ৩-০ ব্যবধানে।

বিরতির পর খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে সিটি। আক্রমণ বাড়িয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দেখা পায় তারা। ম্যাচের ৪৭ মিনিটে গোলের ব্যবধান ৩-১ করেন জ্যাক গ্রিলিশ। এরপর খেলার শেষ মুহুর্তে যোগ করা সময়ে সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন বের্নার্দো সিলভা। ফলে লিভারপুলের সাথে হেরে সেমি থেকেই বিদায় নেন ম্যানচেস্টার সিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ