Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান-আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ১০:০৬ পিএম

ক্যারিয়ারের শেষ মুহুর্তেও যেন তরুণ! বয়সের সাথে যেন খেলায় ধার বাড়ছে লুকা মদ্রিচের। ৩৬ বছর বয়সেও রিয়াল মাদ্রিদের মাঝমাঠের কাণ্ডারি তিনি। বড় ম্যাচগুলোতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ক্রোয়াট মিডফিল্ডারকে মাদ্রিদের ক্লাবটিতে আরও লম্বা সময় দেখতে চান দলটির কোচ কার্লো আনচেলত্তি। তিনি আশাবাদী, এই ক্লাবেই ক্যারিয়ার শেষ করতে চান।

২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন মদ্রিচ। গত দশ বছরে স্পেনের সফলতম দলটির হয়ে তার অর্জন বেশ সমৃদ্ধ। চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা ছাড়াও জিতেছেন আরও বেশ কয়েকটি শিরোপা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলটির হয়ে মদ্রিচ ম্যাচ খেলেছেন ৪২৮টি। গোল করেছেন ৩১টি। ২০২১-২২ মৌসুমে ৩৭ ম্যাচে ৩ গোলের পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৯টি অ্যাসিস্ট।

আসছে জুনে মদ্রিচের সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হবে। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের আলোচনার খবর শোনা গেলেও এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। চলতি মৌসুমে ও সাম্প্রতিক সময়ে যেভাবে খেলছেন, তাতে মদ্রিচের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে দ্বিতীয়বার ভাববার কথা নয় রিয়ালের।

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রীতিমত দাপিয়ে বেড়িয়েছেন মদ্রিচ। এই বয়সেও ১২০ মিনিট খেলেছেন একই ধারায়।

ফিরতি লেগে এক পর্যায়ে ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে পিছিয়ে থেকে তখন আসর থেকে বাদ পড়ার শঙ্কায় আনচেলত্তির দল। সেখান থেকে দলটির ঘুরে দাঁড়ানোর শুরু মদ্রিচ ‘ম্যাজিকে’। তার অসাধারণ ক্রসে দারুণ ভলিতে লড়াইয়ে সমতা টানেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এরপর অতিরিক্ত সময়ে করিম বেনজেমার গোলে সেমি-ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী রোববার সেভিয়ার বিপক্ষে খেলবে রিয়াল। এর আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, মদ্রিচকে আরও অনেক দিন রিয়ালে দেখতে চান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ