নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এএফসি কাপের দ্বিতীয় প্লে-অফে ভারতের জনপ্রিয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে খেলতে এখন কলকাতায় অবস্থান করছে বাংলাদেশের অন্যতম জায়ান্ট ঢাকা আবাহনী লিমিটেড। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে রওয়ানা হয়ে দুপুরের আগেই কলকাতায় পৌঁছেছেন আবাহনীর ফুটবলাররা। দলনেতা হিসেবে কলকাতায় গেছেন আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। কলকাতায় ম্যারিয়ট হোটেলে অবস্থান করছে টিম আবাহনী। তাদের প্রতিপক্ষ স্বাগতিক মোহনবাগানও রয়েছে একই হোটেলে। শনিবার বিকালে মাঠের অনুশীলনের পরিকল্পনা থাকলেও আবাহনীর ফুটবলাররা জিম সেশন করে এবং সাঁতার কেটে সময় পার করেছেন। কলকাতা থেকে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন,‘দলের সবাই সুস্থ ও স্বাভাবিক আছে। মাঠের অনুশীলনের সুচি থাকলেও তা আর হয়নি। হোটেলের আনুষ্ঠানিকতা শেষে মধ্যাহ্ন ভোজে সময় কেটে যাওয়ায় আজ (শনিবার) মাঠের অনুশীলনের পরিবর্তে টিম হোটেলে জিম সেশন করে ও সাঁতার কেটে দিন কাটিয়েছে ফুটবলাররা।’
রবি ও সোমবার দু’দিন অনুশীলন করবে আবাহনী। মঙ্গলবার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোহনবাগান-আবাহনী ম্যাচটি। এই ম্যাচের বিজয়ী দল এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। যেখানে ‘ডি’ গ্রুপে জায়গা হবে তাদের। এই গ্রুপে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব। আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত কলকাতায় হবে গ্রুপ পর্বের খেলা। মূলত গ্রুপ পর্বে খেলার আশা নিয়েই মোহনবাগানের মুখোমুখি হতে কলকাতায় গেছেন নাবীব নেওয়াজ জীবনরা।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।