Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রিমিয়ার লিগের খেলা দেখা যাবে টিভিতে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ৪:২৩ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লিগ পর্বের খেলা চলতি মৌসুমে শেষ হয়েছে। প্রায় মাসব্যাপী এই লড়াই শেষে এবার ডিপিএলের সুপার লিগ পর্ব মাঠে গড়াবে। আগামী ১৮ এপ্রিল শুরু হবে সুপার লিগ পর্ব। এই রাউন্ড থেকে টুর্নামেন্টের বাকি অংশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার দুপুরে মিরপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) বৈঠক শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে এই তথ্য জানান কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘ব্রডকাস্ট নিয়ে আমাদের এখন যে চিন্তাভাবনা সেটা হচ্ছে, সুপার লিগের খেলাগুলো আমরা ব্রডকাস্ট করার একটা প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি। প্রতিদিন যেহেতু তিনটি করে খেলা থাকবে, তিনটি খেলাই প্রোডাকশন হবে। মিরপুরে খেলাগুলো টিভিতে টেলিকাস্ট হবে আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেলে লাইভ হবে।’

গাজী টিভি আর টি স্পোর্টস যৌথভাবে মিরপুরের ম্যাচগুলো দেখাবে বলে জানালেন সালাউদ্দিন, ‘প্রোডাকশন হচ্ছে একটি জয়েন্ট প্রোডাকশন। গাজী গ্রুপ ডি স্পোর্টস- এই দুইটি চ্যানেল খেলাগুলো দেখাবে।’

এবার ডিপিএল শুরু হয় গত ১৫ মার্চ। লিগ পর্বের কোনো ম্যাচ টেলিভিশনে সম্প্রচার না হলেও এবার সেই উদ্যোগ নিয়েছে বিসিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ