Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারঘন্টার গ্যাস বন্ধে আর্থিক ক্ষতি ও শ্রমিক অসন্তোষের আশঙ্কা রয়েছে: মোহাম্মদ হাতেম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ৩:১০ পিএম

গ্যাসের ঘাটতি সামলাতে রোজার মাসে শিল্প কারখানায় প্রতিদিন চার ঘণ্টা গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গত ১১ এপ্রিল বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
তবে এ নিয়ে বড় রকমের সমস্যার আশংকা করছে নীট শিল্প ব্যবসায়ীদের। তাদের মতে ৪ ঘন্টা গ্যাস বন্ধ থাকলে পর্যাপ্ত রপ্তানি দেয়া যাবে না এবং ক্ষতির সম্ভাবনাও বেশি। এমনকি এ অবস্থায় শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হবে।
এ বিষয়ে দেশের নীট ব্যবসায়ীদের অন্যতম সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গনমাধ্যমকে বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, গ্যাস বিকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত বন্ধ থাকতে হবে। এতে করে বৈশ্বিক এ সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ এমন সিদ্ধান্তে বিশ্ববাজারের সুযোগ নষ্ট হয়ে যাওয়া, শ্রম অসন্তোষ তৈরির আশঙ্কা, শিডিউল ফেল করায় বায়ার তার অর্ডারি পণ্য ডিসকাউন্ট দিয়ে কমে নিতে চাইবে, অর্থাৎ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে।
তিনি বলেন, আমরা ৮ থেকে ১০ ঘণ্টায় ক্ষতিগ্রস্ত হবো। কারণ একটি উইংসয়ে ডাইং হয়ে সম্পন্ন হতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগে। বিকাল ৫টা থেকে যদি গ্যাস বন্ধ রাখতে হয়, তবে পরবর্তী বেজ তোলা সম্ভব না। এসব কিছু নিয়ে আমাদের প্রায় ১০ ঘণ্টা নষ্ট হচ্ছে। ফলে একদিকে এবার ঈদে অতিরিক্ত কাজ করে শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার যে শিডিউল তৈরি করেছি, তা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে ব্যাংককে আমি পর্যাপ্ত রপ্তানি ডকুমেন্টস দিতে পারব না। ফলে ব্যাংক প্রয়োজন অনুযায়ী টাকা দেবে না। এতে করে শ্রম অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তান-শ্রীলঙ্কার সংকট, চীনে বর্তমানে লকডাউন চলছে। চীনের লুকডাউনের খেসারত দিচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার। এসব দেশের অসুবিধা আমাদের দেশের জন্য অনেক ভালো সুযোগ তৈরি করেছে। এখন সিদ্ধান্ত হচ্ছে এ সুযোগ আমরা নিব কিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ