Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগুনে পুড়েছে অর্ধশতাধিক কম্পিউটার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ২:২৫ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই ভবনের চতুর্থ তলার তিনটি কক্ষ পুড়ে গেছে। আগুনে এমআইএস কক্ষে থাকা প্রায় অর্ধশতাধিক কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র পুঁড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার সকালে ৫তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আগুনোর ধোয়া বের হতে দেখেন নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজন। পরে বিষয়টি মাইজদী ফায়ার সার্ভিসকে অবগত করলে তাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ধোঁয়ায় অসুস্থ্য হয়ে পড়েন কয়েকজন ফায়ার সার্ভিস সদস্য।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে শনিবার ভোরের কোন একসময় প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই ভবনের এমআইএস ল্যাব, একটি ডিন কক্ষ ও বাংলা বিভাগের একটি কক্ষ পুঁড়ে যায়। এসময় এমআইএস ল্যাবে থাকা প্রায় অর্ধশতাধিক কম্পিউটার ও সবগুলো কক্ষে থাকা অফিসিয়ার প্রয়োজনীয় কাগজপত্র পুঁড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা যায়নি।

তিনি আরও জানান, অগ্নিকান্ডের ঘটনাটি তদন্ত করতে ৫সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, এছাড়াও ওই কমিটিতে রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বৈদুতিক কর্মকর্তা।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আফসার উদ্দিন জানান, সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে আগুনের বিষয়টি আমাদের জানানো হয়। খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কম্পিউটার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ