Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যারাডোনার মৃত্যু, চিকিৎসকদের আদালতে তলব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ৯:৩৯ এএম

 

আর্জেন্টাইন তারকা ডিয়েগো ম্যারাডোনা মৃত্যু নিয়ে এখনও চলছে নানা ধরনের আলোচনা। এই কিংবদন্তির চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসকদের ডেকেছে আদালত। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পরও থামেনি তাকে নিয়ে আলোচনা। বিভিন্ন সময়ে তার মৃত্যুর রহস্য নানা দিকে মোড় নিয়েছে। এবার তার মৃত্যুর রহস্যে নতুন মোড় নিল। তার চিকিৎসার দায়িত্বে থাকা ৮ জনকে আদালতে তলব করা হয়েছে।

আদালতে ম্যারাডোনার মেয়েদের আইনজীবীরা চিকিৎসকদের বিরুদ্ধে ম্যারাডোনের চিকিৎসায় গাফিলতির মতো বড় অভিযোগ এনেছেন। তাদের দাবি, ম্যারাডোনাকে শেষ মুহূর্তে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। তাকে শুধুমাত্র ভাগ্যের উপরই ফেলে রাখা হয়েছিল। এর আগে ডিয়েগোর পারিবারিক চিকিৎসক লিয়োপোল্ড লুক এবং তার ব্যক্তিগত মনোবিদ অগাস্টিনা কোসাচভের বিরুদ্ধে ম্যারাডোনার মৃত্যুর সময়ে তার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল।

বুধবার (১৩ এপ্রিল) আইনজীবীরা বলেন, “যখন চিকিৎসকরা জানতেন ম্যারাডোনার চিকিৎসায় এক মুহূর্তের অসাবধানতার কারণে বিপদ হতে পারে। কিন্তু তা জানা স্বত্ত্বেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি।”

এসময় তারা কার্লোস দিয়াজ ও ন্যান্সি ফলিনি নামে দুজনের নামেও অভিযোগ আনেন। এরপরই আদালত ওই ৮ চিকিৎসককে আদালতে তলব করার আদেশ দেন। ২০২০ সালে মাত্র ৫০ বছর বয়সে ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা মারা যান। তার মৃত্যুর পর থেকেই একের পর এক রহস্য বের হতে থাকে তার মৃত্যু নিয়ে। আদালত কর্তৃক ডাকা ওই চিকিৎসকদের বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রমাণ হলে তাদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ