Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ার্ন জিতলেও মৃত্যুর হুমকি পান কোচ নাগেলসমান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ১১:৫৮ পিএম

ভিয়ারিয়াল কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টজুড়ে আধিপত্য দেখানো বায়ার্ন স্প্যানিশ ক্লাবটির সঙ্গে পেরে উঠেনি দুই লেগ মিলিয়ে। প্রথম লেগে ১-০ গোলে হারের পর ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ১-১ গোলে ড্র করে বায়ার্ন। এই ম্যাচের পর ক্ষোভে ফুঁসছে জার্মান চ্যাম্পিয়নদের সমর্থকরা


বায়ার্ন মিউনিখ ভালো খেললেও নাকি মৃত্যুর হুমকি পান কোচ নাগেলসমান! দুই লেগ মিলিয়ে ২-১ গোলে অগ্রগামিতায় তাদের বিদায় করে দেয় স্প্যানিশ দল ভিয়ারিয়াল। এর আগে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে বায়ার্ন। ফলে ২০২১-২২ মৌসুমে কেবল লিগ শিরোপা জেতাই সম্ভব তাদের জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পাশাপাশি তাই ভক্তদের আক্রমণের লক্ষ‍্য হয়েছেন চলতি মৌসুমেই দলটির দায়িত্ব নেওয়া নাগেলসমান। তবে সেটা মাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন এই জার্মান কোচ। ‘প্রতিটি ম্যাচের পর আমি (মৃত্যুর হুমকি) পেয়ে থাকি, সেটা আমরা জিতলে বা হারলেও। আমি শুধু প্রথম লাইনটা দেখি এবং এরপর সব একবারে মুছে দেই। তারা আমার মাকেও ছাড় দেয় না, যার ফুটবলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা বেশ অবমাননাকর।’

সমর্থকদের এসব লাগামহীন কর্মকাণ্ডের কোনো মানে খুঁজে পান না নাগেলসমান। এসব পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারেই মনোযোগ দিতে চান তিনি। ‘আমরা যখন ডিফেন্সে তিন জন নিয়ে খেলি তখন আরও মৃত্যুর হুমকি থাকে। আমি এটা কীভাবে মোকাবেলা করব? আমি এসব একদমই পাত্তা দিই না। আমি এর কারণ বুঝতে পারি না। টিভি বন্ধ করার সঙ্গে সঙ্গে লোকেরা তাদের শালীনতা ভুলে যায়। কিন্তু এগুলো একেবারেই ভিত্তিহীন। অদ্ভুত ব্যাপার হলো, তারা মনে করে যে তারাই সঠিক।’

এছাড়া তিনি বলেন,‘আমি মনে করি না, ক্লাব নিরাপত্তা বাড়াচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে এসব পেছনে ফেলে এগিয়ে যাই। আমি এখন কাউকে উস্কে দিতে চাই না।”

লিগে আগামী ১৭ এপ্রিল আর্মিনিয়ার বিপক্ষে মাঠে খেলবে বায়ার্ন। ২৯ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাগেলসমানের দল। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ