Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন-স্কটল্যান্ড প্লে-অফের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের স্থগিত ম্যাচের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১ জুন মুখোমুখি হবে দল দুটি। গতপরশু রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা।
এই ম্যাচের জয়ী দল প্লে-অফ ফাইনালে ৫ জুন কার্ডিফে ওয়েলসের মুখোমুখি হবে। সেখানে জয়ী দল পাবে কাতারের টিকেট। সেমি-ফাইনালে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ১৯৫৮ সালের পর প্রথমবার বৈশ্বিক আসরে খেলার সম্ভাবনা জাগিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। জয়ী দলটি আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে। যেখানে আছে ইংল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্র।
প্রাথমিক সূচি অনুযায়ী, গত ২৪ মার্চ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমি-ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে দেশটি। এরপর তা স্থগিত করা হয়। রাশিয়ারও প্লে-অফে খেলার কথা ছিল। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে দেশটিকে নিষিদ্ধ করে উয়েফা ও ফিফা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ